লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ৮ কেজি মাদকসহ (গাঁজা) ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ স্টেশন লক্ষ্মীপুর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোবার বিকাল ৪ টা বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন লক্ষ্মীপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন মজুচৌধুরী হাট সংলগ্ন ফেরিঘাটে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ফেরিঘাট এলাকা হতে ৮ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী শেফালী খাতুন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকা জেলার যাত্রাবাড়ীর বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক পাচারসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।