লক্ষ্মীপুর জেলায় মা ও শিশুদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে লক্ষ্মীপুর পৌর শহরের জনতার ঘর প্রাঙ্গনে চলে এ মেডিকেল ক্যাম্প। এতে প্রায় ৪ শতাধিক মা ও শিশু চিকিৎসা গ্রহন করেন। এছাড়া তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন করেন।
এরআগে স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমদ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোছাইন আহমেদ হেলাল, বিএমএ জেলা সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।
লক্ষ্মীপুর পৌর শহরে রোগী দেখেন ডা: আশফাকুর রহমান মামুন, শিশু বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন ও ডা. আনোয়ার হোসেন।
লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, দেশ ব্যাপী ঠান্ডা জনিত রোগির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে শিশু ও মায়েরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই তাদের কথা চিন্তা করে লক্ষ্মীপুর পৌর শহরের উদ্যোগে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এতে লক্ষ্মীপুর পৌরবাসীর ব্যাপক সাড়া পড়েছে, ডাক্তাররা প্রায় ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান করেছেন।
পরবর্তীতে লক্ষ্মীপুর পৌর শহরের মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে ৫ জন স্বাস্থ্য কর্মীকে সাইকেল দেয়া হয়।