নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ১০ টার সময় লক্ষ্মীপুর ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।
জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইনউদ্দিন পাঠান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফ, শিশু সুরক্ষা সমাজকর্মী মো. আমজাদ হোসেন প্রমুখ।