
শরীয়তপুর জেলার সখিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবায়েদুল হক এর নেতৃত্বে অফিসার ফোর্স সহ অদ্য ১৯/৩/২০২৫ তারিখ অভিযান পরিচালনা করিয়া অনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকার সময় আসামি জসিম পাইক ওরফে কালা পাইক (৩৮) পিতা ছামেদ পাইক হইতে ২০০ পিচ এবং মোঃ রোমান পাইক (২৬) পিতা সেকান্দার পাইক সাং কলারগাও থানা নড়িয়া জেলা শরীয়তপুর এদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা টেবলেট এবং একটি সুজুকি জিকসার ১৫০ সিসি লাল রংয়ের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনাস্থল সখিপুর থানাধীন সখিপুর বাজারে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে আটক করা হয় এবং উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়।
জানা যায় তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত ছিলেন।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ ওবায়দুল হক জানান, এই দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবার সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল আজ তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো বলেন আমি এই থানায় যোগদানের পর থেকে একে একে মাদক কারবারি, মাদক সেবনকারীদের সহ সখিপুর থানা কে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছি।