পটুয়াখালী, ২৭ এপ্রিল ২০২৫:
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া দুমকির পাংগাশিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) আজ বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন।
রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টায় পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে। এরইমধ্যে শহীদ জসিম উদ্দিনের কবরের পাশে নতুন কবর প্রস্তুতসহ জানাজার স্থান তৈরি শেষ হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লামিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ জসিম উদ্দিনের চাচাতো ভাই মো. কালাম হাওলাদার জানান, ‘সাহসী লামিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু বিচারহীনতার ভয়, সামাজিক অবজ্ঞা ও মানসিক চাপে সে ভেঙে পড়ে। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সুষ্ঠু বিচার চাই।’
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পাংগাশিয়া ইউনিয়নে নানার বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই থানায় মামলা করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে দুজন অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধর্ষণের ঘটনার পর থেকে লামিয়া গভীর মানসিক যন্ত্রণায় ছিলেন। সামাজিক লজ্জা ও ন্যায়বিচার না পাওয়ার শঙ্কায় তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে দাবি করেছেন স্বজনরা।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়ার ময়নাতদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
লামিয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, শহীদ জসিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার শেখেরটেক থেকে পটুয়াখালী রওনা হয়েছেন।