প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:২৪ পি.এম
শাহজাদপুরে এলডিডিপি পিজি খামারী সমাবেশ ও মতবিনিময় সভা করলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম (এলডিডিপি) এর আওতায় -প্রগতি গ্রুপ (পিজি) খামারীদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ জুলাই) বিকাল ৪টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া রাউতারা সুইচগেট এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে এই খামারীদের সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ জসীম উদ্দীন,
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রাব্বানী, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক( সম্প্রসারণ) বেগম শামসুন্নাহার আহমদ,
পরিচালক,বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর, রাজশাহী, ডাঃ আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান,
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ এ,কে, এম আনোয়ারুল হক, জেলা ভেটেরিনারি অফিসার, ডাঃ তাপস কান্তি দাস, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ আব্দুর রেজ্জাক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর আলম,
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, শাহাজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেল্লাল হোসেন প্রমুখ।
এ ছাড়াও ছাত্র প্রতিনিধি, ফারজানা মিমি, জাকারিয়া জেহাদ বক্তব্যে রাখেন এবং
খামারীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, মিল্ক ক্যান পোতাজিয়া ডেইরী পিজি গ্রুপর মূলতান্তি দেশী মুরগী পিজির হাজেরা খাতুন, রেশমবাড়ি দুগ্ধ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো; আব্দুল খালেক ফকির, পোতাজিয়া ডেইরি পিজির কোষাধ্যক্ষ মোছা: রোকেয়া খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সরকার খামারীদের পাশে আছে। প্রাণিসম্পদ খাতে আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে হলে আধুনিক পদ্ধতিতে পশুপালন ও ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে খামার পরিচালনা করতে হবে।
সভা শেষে পিজি খামারীদের মাঝে মিল্ক ক্যান, চেয়ার, টেবিল, গামবুট ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এলডিডিপি প্রকল্পের আওতায় এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে খামারীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.