প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ২:৩৫ পি.এম
শাহজাদপুরে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত ও ২ দিনব্যাপি পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে প্রশিক্ষণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস গাড়াদহ ইউনিয়ে ও পোতাজিয়া অনুষ্ঠিত হয় এবং অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাহজাদপুর কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজন -
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত ২ স্থানে পৃথকভাবে কৃষকের মাঠ দিবস এবং শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে -৩০ জন সুবিধাভোগী বাগান স্থাপনকারিদের নিয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার এ.কে.এম মফিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা।
এসময়ে কৃষি দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ এবং কৃষকেরা উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.