কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার ৩’হাজার কৃষকে জনপ্রতি ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি,৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে বলে জানা যায় ।
শনিবার (১০ সেপ্টেম্বর-২০২৩) বিকেল ৪ টার দিকে শাহজাদপুর উপজেলা পরিষদের প্রাঙ্গনে হতে উক্ত মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত সালমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান,
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা প্রকৌশলী নূর নবী খান,
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাখেন ও সঞ্চালনা করেন শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ।
এসময়ে শাহজাদপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম, এসএপিপিও মোঃ আবু সাইদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং কৃষক-কৃষাণী বৃন্দরা উপস্থিত ছিলেন ।