আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ফতেপুরে এক মহিলা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম দাবি করেছেন, “বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের চাপে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।”
শুক্রবার (৯ মে) যশোরের বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে হত্যা, গুম, জেল-জুলুম উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছে। যার চূড়ান্ত রূপ আমরা দেখেছি গেল জুলাই-আগস্টে। সেই গণ বিস্ফোরণের ফলেই অবৈধ শাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য হতে হয়।”
নার্গিস বেগম আরও বলেন, “দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীর আন্দোলনেও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লুৎফুন নাহার মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এছাড়াও বক্তব্য রাখেন:
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান
ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস
সাধারণ সম্পাদক রবিউল ইসলাম
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম