গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড প্রশিকা মোড় এলাকায় শহীদুল হকের চারতলা ভবনের দুইতলার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।দুইতলা ফ্ল্যাটে ভাড়া থাকেন মেহেদী হাসান পাপেল ও তার পরিবার।বুধবার(৩১ জানুয়ারি)দুপুরের দিকে এঘটনা ঘটেছে বলে জানা যায়।দুর্বৃত্তরা আলমারি ও সুকেস ভেঙ্গে নগদ টাকা,স্বর্ণালংকারসহ সৌদ রিয়াল চুরি করে নিয়ে গেছে।এঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে মেহেদী হাসান পাপেলের মায়ের ও তার ভাইয়ের স্ত্রীর ৩ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।বর্তমান বাজার মূল্য ৩ লাখ টাকা,স্বর্ণালংকারের সঙ্গে নগদ ২০ হাজার টাকা ও সৌদি রিয়াল বাংলাদেশি ২০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে।মেহেদী হাসান পাপেল জানান,সে স্থানীয় একটি ফ্যাক্টুরিতে চাকরি করেন,কাজের জন্য প্রতিদিনের মতো বাসা থেকে সকালে কাজের উদ্দেশ্যে চলে যায়।মেহেদী হাসান পাপেলের এক আত্মীয় মারা যাওয়ায় বেলা এগারোটার দিকে তার মা-বাবাসহপরিবারের লোকজন ফ্ল্যাটের রুমে তালা লাগিয়ে চলে যায়।বিকেলের দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া এসে দেখে ফ্ল্যাটের রুমের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো ছিটিয়ে রয়েছে।ওই ভাড়াটিয়া আমাদেরকে মুঠোফোনে সংবাদ দিলে বাসায় ফিরে দেখি রুমের দরজা খোলা রুমের ভেতরে জিনিসপত্র তচনচ করে সুকেশ,আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২০ হাজার টাকা ও সৌদি রিয়াল বাংলাদেশি ২০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে।তিনি আরো জানান,এঘটনা ভবনের মালিক শহীদুলকে অবগত করলে এবং বাসার সামনে সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে ভবন মালিক শহীদুল জানান সিসিটিভি নষ্ট।কোনভাবেই সিসিটিভির ফুটেজ দেখানো যাবেনা।ওই ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা জানান কয়েকদিন পরপর এই বাসায় চুরি হয় বাসার মালিক কোনধরনের পদক্ষেপ আজও পর্যন্ত নেয়নি।অথচ বাসার গেইটের সামনে সিসি ক্যামেরা থাকলেও এই ভবনের কোন ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটলে সিসিটিভির ফুটেজ থাকেনা সিসি ক্যামেরা নষ্ট বলে চালিয়ে দেয় ভবন মালিক শহীদুল।ভাড়াটিয়ারা আরো জানান এমতাবস্থায় এই বাসা নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলেই।এ বিষয়ে মেহেদী হাসান পাপেল সাংবাদিকদের জানান,‘কীভাবে যে ঘটনাটা ঘটল কিছুই বুঝতে পারছি না।সন্ধ্যায় বাসায় ঢুকে দেখি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো সবকিছু তছনছ।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করিয়া গতকাল বুধবার রাতেই শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ জামান বলেন,ঘটনাটি কীভাবে কারা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।