শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা গ্রামে অবস্থিত তাকওয়া ফেব্রিক্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মিলন শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, কারখানার জমি ও ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন মাস্তান চক্রের মাধ্যমে গিয়াস উদ্দিন (পিতা: মোজাফফর হোসেন) ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ভুক্তভোগী মিলনের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে চাঁদাবাজ চক্রটি বিভিন্নভাবে কারখানার কাজে বাধা সৃষ্টি করে আসছে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। এ নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, এ ঘটনার পর থেকে তাকওয়া ফেব্রিক্স লিমিটেডের কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদটি সত্যতা যাচাইয়ের জন্য শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের বলেন উক্ত ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছি।