নাজমুল হোসেন, লক্ষ্মীপুর, ২৮ এপ্রিল ২০২৫:
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ প্রেস কাউন্সিল নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, কেবল সুন্দর বক্তব্য দিয়ে নয়, বাস্তব ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে। এ জন্য বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
বিচারপতি হাকিম বলেন, সেমিনার ও সভায় সুন্দর কথাবার্তা বলা হয় ঠিকই, তবে বাস্তবতায় এর প্রতিফলন খুব কম দেখা যায়। তাই যার যার অবস্থান থেকে অল্প হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন এবং জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার প্রমুখ।
প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।