নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদরাসার সামনে, ভবানীগঞ্জ, ইটের পুল, মিয়া রাস্তার মাথার সামনেসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখছে বিএনপি সমর্থকরা।
মঙ্গলবার ( ৩১ অক্টোবর) লক্ষ্মীপুর শহরের সকালে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের আলিয়া মাদ্রাসা, বাস টার্মিনাল ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথাসহ বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা। সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর রামগতি সড়কের মিয়ারাস্তা মাথা ও দক্ষিণ কালি বাড়ি এলাকায় জামায়াতের একটি ঝটিকা মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।পরে পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে ছোট যানবাহনগুলো চলাচল করছে। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, মামলা, হামলা এবং অন্যায়ভাবে নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নির্যাতন ও নিপীড়ন করে আন্দোলন বন্ধ করা যাবে না। অবরোধের প্রথম দিন বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, বিভিন্ন পয়েন্টে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। যারাই সড়ক অবরোধ করে রাখবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সর্বত্রই পুলিশ মাঠে রয়েছে।