ঢাকাSunday , 9 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় আহত জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন

Link Copied!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে চর লরেন্স বাজারের আগে এমন দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী।

তিনি জানান, রামগতিতে জামায়াতের একটি প্রশিক্ষক সভায় উপস্থিত হওয়ার জন্য প্রাইভেটকার যোগে জেলা জামায়াতের আমীর লক্ষ্মীপুর থেকে রওনা হন। এ সময় লরেন্স বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ছাড়াও লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম ও ড্রাইভার জাকির হোসেন আহত হন। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

আহত জহিরুল ইসলাম বলেন, রামগতিতে সাংগঠনিক অনুষ্ঠানে যোগদানের জন্য যাওয়ার পথে প্রাইভেটকারের টায়ার পাংচার হয়ে যায়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।