লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়নে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় দত্তপাড়া টু চাটখিল খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।
গত সোমবার (১২ মে) জলাবদ্ধতা মোকাবিলায় সদর উপজেলার দত্তপাড়া টু চাটখিল খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এ সময় তিনি খালের মধ্যে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করায় সংশ্লিষ্টদের উক্ত বাঁধ অপসারণ করে চলাচলের বিকল্প ব্যবস্থা করার জন্য ৭ দিনের সময় বেঁধে দেন। ৭ দিন পর খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা সরেজমিন পরিদর্শনকালে খালের মধ্যে নির্মিত বাঁধগুলো চিহ্নিত করেন।
তিনি সংশ্লিষ্টদের ৭ দিনের মধ্যে এসব বাঁধ অপসারণের নির্দেশ দেন।
এছাড়াও চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা প্রদান করেন। ৭ দিনের মধ্যে পদক্ষেপ না নিলে প্রশাসন খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করবে।
স্থানীয় জনগণ জানান, খালের মধ্যে বাঁধ নির্মাণের কারণে বর্ষাকালে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে তাদের কৃষি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়, যা তাদের জীবিকা ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। তারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া টু চাটখিল খালের জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয় জনগণের সহযোগিতা ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব। এতে করে বর্ষাকালে কৃষি ও বসবাসযোগ্যতা নিশ্চিত হবে।