প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৩:৩০ পি.এম
সদানন্দপুর মোড়ে আইএফ আই সি ব্যাংকের বেলকুচি ব্রাঞ্চের ৭’তম উপ-শাখার শুভ উদ্বোধন

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সদানন্দপুর মোড়ে- আইএফ আই সি ব্যাংকের বেলকুচি ব্রাঞ্চ ৭'তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সয়দাবাদ ইউনিয়নের কড্ডারমোড়, সদানন্দপুর হাটপোড়াবাড়ী রোডে আলমাজী প্লাজায় উক্ত ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করেন, আই এফ আই সি
ব্যাংক বেলকুচি শাখা'র ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, এক কার্ডেই ডেবিট ও ক্রেডিট সুবিধা, এক একাউন্টে রয়েছে কারেন্ট এবং সেভিংস একাউন্টে লেনদেনের সুবিধা । একাউন্টের টাকায় এফ ডি আর এর মতো আকর্ষণীয় হার দিন হিসেবে মুনাফা এবং প্রয়োজনে টাকা উঠিয়ে নিয়ে কাজে লাগাতে পারবেন।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, বেলকুচির বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান সরকার, সদানন্দপুর আই এফ আই সি ব্যাংক উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান, ক্যাশ ইনচার্জ দেওয়ান আরাফত সহ গ্রাহকদের মধ্যে তিনজন বক্তব্যে রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদানন্দপুর আই এফ আই সি ব্যাংক উপ-শাখার অফিসার মার্কেটিং এন্ড সেলস কাজী রিফাত আহমেদ।
এ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.