সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার


সকালের বাংলা প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন / ২৯৯
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার

হেলাল শেখঃ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আওয়ামী লীগ নেতা মোঃ সালাউদ্দিন সরকার।

আশুলিয়ার বাসিন্দা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক আওয়ামী লীগ নেতা মোঃ সালাউদ্দিন সরকার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আমার পক্ষ থেকে সাবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, “ঈদ মোবারক”।

সালাউদ্দিন সরকার আরো বলেন, “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি”। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সময় দিন। মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, হিংসা ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।