
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঐতারা’য় ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২ এপ্রিল) বিকেল ৪ টা হতে সন্ধ্যা পর্যন্ত বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে এমপি মনোনয়ন প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বেলকুচি থানা জামায়াতে ইসলামীর আরিফুল ইসলাম সোহেল, সিরাজগঞ্জ সদর থানা জামায়াতে ইসলামী আমীর অ্যাডভোকেট নাজিমউদ্দিন সিরাজগঞ্জ সদর থানা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাদের ইমন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সয়দাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
এ সময়ে অনুষ্ঠানে সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।