আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও টিকিট কাউন্টার চালুর দাবিতে মানববন্ধন ও রেললাইন অবরোধ করা হয়।
শনিবার (১২ এপ্রিলখ্রিঃ) সকাল সাড়ে ১০ টার দিকে সয়দাবাদ স্টেশনে সয়দাবাদ, বেলকুচি ও সিরাজগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে সয়দাবাদ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও টিকিট কাউন্টার চালুর দাবিতে রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, সয়দাবাদ ইউনিয়ন বিএনপি’র গোলাম মওলা, ইউনিয়ন বিএনপির
যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশাজীবির উপস্থিত ছিলেন।
বেলা ১২ টা পর্যন্ত সয়দাবাদ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি আন্তঃনগর ট্রেন আটকে রেখে রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নির্দেশ মোতাবেক কর্মসূচি শেষ করে সবাই স্টেশন ত্যাগ করেন।
সিরাজগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পুনরায় যাত্রা বিরতি এবং রেলওয়ে স্টেশনে যাত্রী উঠানামা এবং টিকিট কাউন্টার চালুর দাবি জানানোর মাধ্যমে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জানা যায় যে, সয়দাবাদ রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠার পর থেকে গাড়ির ফিটনেস চেক করার জন্য ১০ মিনিটের জন্য যাত্রা বিরতি দিতো। রেলওয়ে স্টেশন আধুনিকীকরণের পর গত ১২ মার্চ ২০২৫ তারিখ থেকে এখানে আর ফিটনেস চেক করার জন্য যাত্রা বিরতি দেওয়া হয় না
।