দৈনিক সকালের বাংলা ডেস্কঃ ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫:
সরকারি লিগ্যাল এইড ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে আদালতের মামলার চাপ ৪০ শতাংশ পর্যন্ত কমানোর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান ড. আসিফ নজরুল।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’।
ড. আসিফ নজরুল জানান, দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ মামলা হয়। এর মধ্যে সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে প্রায় ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই সংখ্যা ২ লাখে উন্নীত করা গেলে আদালতের ওপর মামলার চাপ প্রায় ৪০ শতাংশ কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পারিবারিক বিরোধ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আওতাধীন বিষয় এবং ছোটখাটো কম্পাউন্ডেবল অপরাধের ক্ষেত্রে প্রথমে লিগ্যাল এইড প্রতিষ্ঠানে আবেদন বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিচার প্রক্রিয়া সহজীকরণ, সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে কাজ চলছে। সিপিসি ও সিআরপিসিতে গুরুত্বপূর্ণ সংশোধনী এনে শুনানি, এক্সিকিউশন মামলা এবং সমন জারির প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা আরও বলেন, বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড একটি সময়োপযোগী ও কার্যকর মাধ্যম। বিচারকের সংকট মোকাবিলায় জেলা লিগ্যাল এইড অফিসগুলোতে তিনজন বিচারক নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবসরপ্রাপ্ত অভিজ্ঞ বিচারকদেরও সম্পৃক্ত করার চিন্তাভাবনা চলছে, যাতে করে আগামী এক বছরে বছরে ২ লাখ মামলা নিষ্পত্তির সক্ষমতা অর্জন সম্ভব হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যাস্টার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি ডিরেক্টর ব্যারিস্টার সারা হোসেনসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) আরিফা চৌধুরী হিমেল।
দিনটির শুরুতে বেলা ১১টা ২০ মিনিটে লিগ্যাল এইড মেলা ও রোড শো উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ফজলুল হককে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে, ‘সেরা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী পুরস্কার-২০২৪’ পান অ্যাডভোকেট পল্লবী রায় এবং ‘সেরা লিগ্যাল এইড অফিসার-২০২৪’ হিসেবে পুরস্কৃত হন ঝিনাইদহের মো. বুলবুল আহমেদ।
সরকারি লিগ্যাল এইড ব্যবস্থার এ অগ্রযাত্রা বিচার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত দেন বক্তারা।