প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:৪৫ পি.এম
সাংবাদিকদের সাথে খারাপ আচরণে এসআই ফয়সালকে প্রেসক্লাব থেকে প্রত্যাহার
মারুফ সরকার, প্রতিবেদক :
সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করার দায়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সালকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর ) দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ে এসআই ফয়সাল ।
এ ব্যাপারে ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমে বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি শোনা মাত্রই আমি তাকে প্রত্যাহার (ক্লোজড) করছি। এমন একটি ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোন ঘটনা না ঘটে সেজন্য রোমনা জোনের সবাইকে আরো সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সাথে এমন আচরণ সমচীন নয়।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.