চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে যে বাজেট দেওয়া হয়, সেটা অত্যন্ত নূন্যতম বাজেট। দেশের দরিদ্রতম পরিবারগুলো স্বাস্থ্যসেবায় সরকারি সুবিধার ২০ শতাংশও ভোগ করতে পারে না। স্বাস্থ্য নিয়ে অবহেলার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। সরকারি হাসপাতালে রোগী বেশি ডাক্তার কম, এত বেশি রোগীকে সেবা দিতে পারে না। অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালেও তারা প্রত্যাশিত সেবা পায় না। এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, বাংলাদেশ একটি অস্বাস্থ্যকর জাতিতে পরিণত হচ্ছে এবং চিকিৎসা সেবার নামে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। তাই স্বাস্থ্য খাতের বাজেট অবশ্যই বাড়াতে হবে। চিকিৎসকদের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্য সমাধান করতে হবে।
তিনি সোমবার (১০ মার্চ) বিকেলে সাউদার্ন মেডিকেল কলেজ প্রাঙ্গনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউদার্ন মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী চিকিৎসক ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর। আর কর্মক্ষম জনগোষ্ঠীর উৎপাদনশীলতা তাদের সুস্বাস্থ্যের ওপর নির্ভরশীল। যদি তারা সুস্থ না থাকে, তাহলে তাদের পক্ষে সর্বোচ্চটা দেয়া সম্ভব নয়। ফলে দেশের অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য। সারা বিশ্বে জিডিপির গড়ে প্রায় ১১ শতাংশ ব্যয় করা হয় স্বাস্থ্য খাতে। অথচ বাংলাদেশে স্বাস্থ্য খাতে ব্যয় হয় জিডিপির মাত্র ২ দশমিক ৬৩ শতাংশ, যা উদ্বেগজনক।
ড্যাব চমেক শাখার মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ডা. তারেকুল ইসলাম জনির সভাপতিত্বে ও সহ দপ্তর সম্পাদক ডা. আতিকুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জয়ব্রত দাস, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী। উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, চমেক শাখার সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, সি. যুগ্ম সম্পাদক ডা. ঈসা চোধুরী, যুগ্ম সম্পাদক ডা. মো. মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাবিব তান্না, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. জাবেদ আবদুল করিম, ইন্টার্ন কো অর্ডিনেটর অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, চিকিৎসক ডা. সায়েম সাদাত, ডা. দাউদ সিদ্দিকী, ডা. মাসুদ পারভেজ, ডা. রাহাত, ডা. ফাহিম হোসাইন, ডা. ইয়াসির আরাফাত, ডা. ওয়াসি হাসনাইন, ডা. মাসুদ, ডা. দিন ইসলাম, কুরআন তেলাওয়াত করেন ডা. মুহিবুর রহমান রোবায়েত প্রমূখ।