হিলি প্রতিনিধি
সাধারণ মানুষ এখনও পুলিশকে ভয় পায়। তবে আপনাদের ভয় পাবার কোন কারণ নেই। কেননা পুলিশ আপনাদের বন্ধু। আমাদেরকে ভয় পাবে অপরাধীরা। আর অপরাধ নির্মূলের বড় হাতিয়ার হতে পারেন সাধারণ জনগন। আপনাদের দেওয়া সামান্য তথ্যে অনেক বড় অপরাধ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেই সাথে সম্ভব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। তাই পুলিশকে সর্বদা সহযোগিতা করবেন আপনারা।
শনিবার বিকেলে 2 নং বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় বাজারে ৫ নং বিট পুলিশিং এর আয়োজনে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন,হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম।
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছদরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, বোয়ালদাড় ৫ নং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাসিনুর রহমান,বোয়ালদাড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাসেল আলী, ইউপি সদস্য নাজমুল হোসেন, মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাওসার রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাসুম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য প্রায় শতাধিক লোকজন।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন