প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১:৩০ এ.এম
সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে র্যাবের একটি দল গ্রেপ্তার করে তাকে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.