হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ডাকাতি করার সরঞ্জামাদি সহ ০৫ জন কুখ্যাত ডাকাত দলের সদস্য গ্রেফতার। বুধবার (১৯ মার্চ ২০২৫ইং) নিশ্চিত করেন ডিবি পুলিশ। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া অফিসার ও ফোর্স সহ অদ্য ১৯/০৩/২৫ খ্রি. তারিখ রাত ০১.৩০ ঢাকা জেলার সাভার থানাধীন লালন সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর বিপরীতে ঢাকা আরিচা মহাসড়ক এর পাশে ফাকা জায়গায় ০২ টি পিকআপ ভ্যান রাস্তার পাশে পার্কিং করে ডাকাতির জন্য সমাবেত হয়ে প্রস্ততি গ্রহন কালে ক) একটি সাদা/ হলুদ বর্ণের পিকআপ (সিঙ্গেল কেবিন), যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২৩-১০৪২, যাহার ইঞ্জিন নং- D60031035, চেসিস নং- MC1D1AAA6MP007443 (খ) একটি নেবি ব্লো রংয়ের পিকআপ (সিঙ্গেল কেবিন) যাহার সামনের দিকে কাগজের লেমিনেটিং করা অবস্থায় ঢাকা মেট্রো-ন-২০-৬৬৯৯ লেখা। যাহার SL NO-S20917433 MADE IN INDIA, ইঞ্জিন নং ও চেসিস নং অস্পষ্ট , (গ) একটি রামদা যাহা কাঠের বাটসহ লম্বা অনুমান ৩০(ত্রিশ) ইঞ্চি (ঘ) একটি হাসুয়া যাহার কাঠের বাটসহ লম্বা অনুমান ৩৬(ছত্রিশ) ইঞ্চি, (ঙ) একটি লোহার হাতল বিশিষ্ট ছুরা যাহা লম্বা অনুমান ১২(বার) ইঞ্চি, (চ) ০২ টি কাঠের তৈরি স্টাম্প যাহা অনুমান ৩২(বত্রিশ) ইঞ্চি লম্বা, (ছ) একটি প্লাষ্টিকের বক্সের ভিতর বিভিন্ন রং ও আকারের ২০০ (দুইশত) টি, মার্বেল, (জ) ০২ টি গুলাইল, (ঝ) ০২ টি তালা ভাঙ্গার লোহার রড যাহার একপাশে সরু লম্বা অনুমান ১৬ ইঞ্চি সহ আসামী ১। দুলাল খাঁ ওরফে ভুট্টু (৩৫), পিতা- মৃত আঃ আজিজ খাঁ, মাতা-শাফিয়া বেগম, সাং-শখিপুর আনুসরকার কান্দি, থানা-শখিপুর, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-নবীনগর ইসলামপুর বাবুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মনির খাঁ (৪০), পিতা-মৃত আব্দুল আজিজ খাঁ, মাতা-শাফিয়া বেগম, সাং-শখিপুর আনু সরকার কান্দি, থানা-শখিপুর, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-সাভার ইসলামপুর সাত্তারের বাড়ীর ভাড়াটিয়া, ৩। মোঃ মিলন প্রামানিক (৩২), পিতা- আহাদ আলী প্রামানিক, মাতা-গোলে খাতুন, সাং-ঘুগুদাহ, থানা-সাথিয়া, জেলা-পাবনা, এ/পি সাং-সাভার রাজাশন রোড ফিরোজা বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, ৪। মোঃ ইব্রাহিম (২৯), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-মোছাঃ জয়নব, সাং-আটগ্রাম, থানা-নোইরা, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-নবীনগর ইসলামপুর ছোহরাবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা, ৫। হাসান ওরফে হোসেন (২৯), পিতা-ফরিদ হোসেন, মাতা-আকলিমা বেগম, সাং-কাঁচপুর ব্যান্ডিসমিল, থানা-সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ, এ/পি সাং-আমতোলা রাজাশন রোড সাভার কবিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানায়।