হেলাল শেখঃ ঢাকার সাভারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের মানিকনগর এলাকার আবাসিক হোটেলে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ।
এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৮ জন তরুণী ও ২২ জন যুবককে আটক করা হয়। পরে তাদের আমিনবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযানের খবর পেয়ে হোটেল ভবন মালিক আজিজুর রহমানসহ কয়েকজন পালিয়ে যান।
স্থানীয় গ্রামবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র কিছু ব্যক্তিকে ম্যানেজ করে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলো হোটেলে। এতে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। সেই সাথে হোটেলটি মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছিলো। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা গেছে, সাভার আশুলিয়ার বিভিন্ন ভবন ও বাসা বাড়িতেও এইসব অসামাজিক কার্যকলাপ অবাধে চলছে, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) হারুনুর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।