হেলাল শেখঃ ঢাকার সাভারে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পৃথক স্থান থেকে কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে র্যাব-৪ গ্রেফতার করে।
সোমবার (২১ এপ্রিল ২০২৫ইং) সকালে তাদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
এরআগে, রোববার সাভারের বিরুলিয়া ইউনিয়ন ও মানিকগঞ্জ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি বিল্লাল হোসেন (৩৫) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি (২৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে কৃষকলীগ নেতা বিল্লাল হোসেন বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় অংশ নেওয়ার অভিযোগসহ এলাকায় জমি দখল ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেওয়ার অভিযোগ।
অন্যদিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি সরাসরি ছাত্র জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
গ্রেফতার রকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও নানা অপকর্মের কারণে বেশ কয়েকবার গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। সাভারের আলোচিত রোহান হত্যার সঙ্গেও জড়িত।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।