হেলাল শেখঃ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৮জন ডাকাতকে গ্রেফতার করেছেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেনের একটি টিম সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করেন, সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকার সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে হইতে গত ১৯/০৪/২৪ইং তারিখ ১টা ৫০ ঘটিকার দিকে আসামী ১। মোঃ রতন (৩৫), পিতা-লাল মিয়া সাং-বাগজান, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং- দিলকুশাবাগ, মোঃ জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রানা মিয়া (৪০), পিতা-দুলাল মিয়া, সাং-চেংটাপাড়া, থানা-ভুঞাপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-ভাসমান, ৩। মোঃ মিলন (১৯), পিতা-আলামিন, সাং-মাঝিয়ালী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-ব্যাংক কলোনী, সম্রাট কমিশনারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ মুরাদ (২৮), পিতা-মৃত শুকুর আলী, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-মিতুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা Ñ ঢাকা, ৫। মোঃ আরিফুল ইসলাম (৩১), পিতা-মৃত শুকুর আলী, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-মিতুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা Ñ ঢাকা, ৬। মোঃ আব্দুল আলীম (৩৬), পিতা-শওকত আলী, সাং-ছোট বলিমেহের, মজিদপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। মোঃ মানিক (৩৫), পিতা-মৃত জলিল,সাং-ভাড়াইদা বাজার, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ডগরমোড়া তুহিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৮। মোঃ রনি (৩০), পিতা-মৃত শফিউল্লাহ, সাং-বনপুকুর, (ভাসমান), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতাট করেন।
গ্রেফতারকৃতদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ টি চাপাতি, ০১টি সুইচ গিয়ার, ০১টি দা, ০১টি লোহার পাইপ, ০১টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই এবং ডাকাতি করিয়া আসছিল। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি'র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।