
মোঃ আল আমিন আশুলিয়া।
ঢাকার সাভারে ঈদের রাতে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতার বাড়িতে হামলার চেষ্টা চালানোর অভিযোগে দুই সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আরও ৫-৬ জন পালিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (৩১ মার্চ) রাতে সাভারের ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার লক্ষ্য ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলম। আটককৃতরা হলেন বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন আলালের ছেলে বাশার শেখ (৩১) এবং ওয়াপদা রোড এলাকার রওশন আলীর ছেলে পারভেজ (২২)। বাশারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
কীভাবে ঘটলো এই ঘটনা?
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে লায়ন খোরশেদ আলমের বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা বিনিময় করছিলেন। ঠিক সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় বাশার ও পারভেজকে। উপস্থিত লোকজন তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। পাশাপাশি, পালিয়ে যাওয়া হামলাকারীদের ফেলে যাওয়া দুটি বড় রামদাও উদ্ধার করা হয়।
হত্যার হুমকি ও ষড়যন্ত্রের অভিযোগ
বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম দাবি করেন, কয়েকদিন আগে সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। তার কাছে সেই হুমকির কল রেকর্ড সংরক্ষিত আছে। তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছে যে অভির নির্দেশেই তারা এই হামলার পরিকল্পনা করেছিল।
প্রশাসনের পদক্ষেপ
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনা সাভার জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা হামলার মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদটি আরও স্পেশাল করে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠকরা সহজে গুরুত্ব অনুধাবন করতে পারেন। যদি আরও কোনো সংযোজন বা পরিবর্তন চান, জানাতে পারেন!
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :