1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরবাম:
যশোরের সাবেক মেয়র রেন্টু চাকলাদার ও পরিবারের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা উলিপুরে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ  শিশুদের খাদ্য ও বেকারী পণ্যসহ জীবন রক্ষাকারী ওষুধ ভেজাল-স্বাস্থ্য ঝুঁকিতে দেশের জনগণ বেনাপোল ইমিগ্রেশনে কেন্দ্রীয় যুবলীগ নেতা আটক সাভারে ৭১টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ! যশোর আদালত থেকে হত্যা মামলার আসামি পলায়ন, চাঞ্চল্য কুড়িগ্রামে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে ২৯ জন উলিপুরে তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল, দুশ্চিন্তায় কৃষক নতুন প্রতারণার ফাঁদে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা পার্বত্য অঞ্চলের ভূমিকে একাধিক ফসলি জমিতে রূপান্তর করতে হবে : পার্বত্য উপদেষ্টা

সাভারে ৭১টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫

হেলাল শেখঃ ঢাকার সাভারে মাদক সেবনে বাধা দেয়ায় ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন (৪২)-এর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

 

গত শনিবার (১৭ মে২০২৫ইং) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহত সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইন এলাকার লালটেক গ্রামের বাসিন্দা। তিনি ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—উত্তর চাপাইন এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।

 

অভিযোগে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। গতকাল তিনি এসব বিষয়ে প্রতিবাদ করার কারণে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে শনিবার সকালে তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

 

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অভিযুক্তরা নানা অপরাধে জড়িত। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” পুলিশ ও র‍্যাব জানায় তদন্ত করে দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews