প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ২:৩৯ পি.এম
সারাদেশব্যপী কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁয় আভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে ঃ জেলার লক্ষমাত্রা চাল ১৭৩৫৯ মেট্রিকটন ও ধান ৭৬১৪ মেট্রিকটন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় ১৭ হাজার ৩শ ৫৯ মেট্রিকটন চাল এবং ৭ হাজার ৬শ ১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে আভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি খাদ্য মন্ত্রনালয় থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ভার্চূয়ালী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি।
দেশের অন্য ৮ জেলার সাথে সারাদেশব্যপী আমন ধান চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, জেলা চাল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা ধান্য চাউল আরতদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দনসহ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী’নর পক্ষে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা স্থানীয় খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকের নিকট থেকে ধান চাল গ্রহণ করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান এ বছর প্রতি কেজি ৪৪ টাকা হারে ১৭ হাজার ৩শ ৫৯ মেট্রিক টন চাল এবং প্রতি কেজি ৩০ টাকা হারে ৭ হাজার ৬শ ১৪ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।
উপজেলা ভিত্তিক চাল ও ধান ক্রয়ের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৬৩৭৫ মেট্রিকটন চাল ও ৪০৬ মেট্রিকটন ধান, আত্রাই উপজেলায় ১৯০ মেট্রিক চাল ও ২৯৭ মেট্রিকটন ধান, রানীনগর উপজেলায় ১৩৪৮ মেট্রিকটন চাল ও ৭৬০ মেট্রিকটন ধান, মহাদেবপুর উপজেলায় ৭১৫৮ মেট্রিকটন চাল ও ১১২২ মেট্রিকটন ধান, পতœীতলা উপজেলায় ৫৯৩ মেট্রিকটন চাল ও ৯০৬ মেট্রিকটন ধান, ধামইরহাট উপজেলায় ১৬৭ মেট্রিকটন চাল ও ৮০৩ মেট্রিকটন ধান, পোরশা উপজেলায় ১১১৩ মেট্রিকটন চাল ও ৫৯১ মেট্রিকটন ধান, মান্দা উপজেলায় ১০৪ মেট্রিকটন চাল ও ৬১৪ মেট্রিকটন ধান, বদলগাছি উপজেলায় ১১৭ মেট্রিকটন চাল ও ৫৫৮ মেট্রিকটন ধান এবং নিয়ামতপুর উপজেলায় ১৯৪ মেট্রিকটন চাল ও ১১৭৮ মেট্রিকটন ধান।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.