প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ৪:০৭ পি.এম
সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছর - ২০২৪ খ্রীঃ এর প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মুখরিত সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নতুন বই পড়ে সু-শিক্ষায় সুনাগরিক হতে হবে। নতুন বছরে নতুন বই আলো ছড়াবে শিক্ষার্থীদের মাঝে এই আশা ব্যক্ত করেন,
বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সিরাজগঞ্জের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন ।
সোমবার সকাল ১১ টার দিকে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ১ম শ্রেণী হতে ৯ম শ্রেণির মোট ১২৬০ জন শিক্ষার্থী মাঝে বই বিতরণ করা হয়।
সালেহা ইসহাক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী'র সভাপতিত্বে নতুন বই বিতরণী অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট স্থানীয় সরকার বিভাগ) রাশেদ হোসাইন, শিক্ষক আব্দুল আজিজ, আব্দুস ছাত্তার খান, মো. ইয়াহিয়া ও মোছা. আইরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান।
এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক তৌমুর হাসান আব্দুল আজিজ, আইরিন পারভীন, আব্দুস সাত্তার খান, ইয়াহিয়া কামাল সহ অন্যান্য
শিক্ষক গণ, শিক্ষার্থী সহ সকল অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.