সাহায্যের জন্য আবেদন
আমার নাম সাংবাদিক মারুফ সরকার। আমি ভোরের কাগজে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নিয়োজিত আছি।
আমার শ্বশুরের হাটে ২ টা রিং পড়াতে হবে। ডাক্তার বলছে কমপক্ষে তিন লক্ষ টাকা লাগবে। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। এমন অবস্থায় তিন লক্ষ টাকার জোগাড় করা খুব কঠিন। তাই আপনার নিকট সাহায্যের জন্য আবেদন করলাম।
আমার শ্বশুরের নাম স্বপন শেখ। মিরপুর হার্ট ফাউন্ডেশনে খুব অল্প সময়ের মধ্যে তাকে রিং পড়াতে হবে।বর্তমান সময়ে প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগছে।
যোগাযোগের ঠিকানা : সাংবাদিক মারুক সরকার
মোবাইল নাম্বার : 01945005609
যদি কেউ সাহায্য পাঠাতে চান
পার্সোনাল বিকাশ নাম্বার : 01945005609/ নগ
দ পার্সোনাল