প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৪:২১ পি.এম
সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেলেন -বেলকুচি’র ইউএনও

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী পদে পদোন্নতি পেয়েছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। তাঁকে উক্ত মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল করিম খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তিনি ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত এই কর্মকর্তা এবং ২০২৩ সালের ১৪ এপ্রিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেন। এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া বলেন, গত ১৮ জুন এক প্রজ্ঞাপনে আমাকে পদায়ন করা হয়েছে। তিনি বলেন অচিরেই আমার নতুন কর্মস্থলে যোগদান করবো ইনশাআল্লাহ। সেখানে যেন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.