প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১:৩৮ পি.এম
সিররাজগঞ্জে জাতীয় শিশু -কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার সনদপত্র বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জাতীয় শিশু -কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার সনদপত্র বিতরণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে,
বুধবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলার শিশু-কিশোরদের
নিয়ে তিনটি গ্রুপে ১৭ টি ইভেন্টে মধ্যে আযান, হামনাত, কিরাত, উপস্থিত বক্তৃতা , কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ৫১ জন বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সহকারি পরিচালক মোঃ আব্দুল বাছেত, ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান দোয়া মোনাজাত পরিচালনা ও সঞ্চালনা করেন, মওলানা মোঃ রেদওয়ানুল হক সোহাগ। এসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগি এবং বিজয়ী শিশু -কিশোররা, অভিভাবক এবং সুধীজন এবং গুণীজনেরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.