প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১:০৭ পি.এম
সিরাজগঞ্জের বহুলীতে দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা পূর্বও পরবর্তী সময়ে করনীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বহুলীতে দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে করনীয় নিয়ে বন্যার সতর্ক বার্তা তথ্যগুলো জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া বিষয় নিয়ে কর্মশালা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয় । এর পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়,এবং বহুলী ইউনিয়ন পরিষদের আয়োজনে,
মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের হলরুমে বহুলী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখের সভাপতিত্বে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ডেপুটি ডিরেক্টর ইনস্টিটিউট ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিক জাপান ডা. বিয়জ কুমার মিতরা, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিক জাপান ডাঃ কেই কুরুসিমার প্রমুখ।
এ সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, বহুলী ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ নাজমা খাতুন, বহুলী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম বহুলী ইউনিয়ন কৃষি উপসহকারী মোঃ শফিকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আতিকুল ইসলাম ইকবাল,মোঃ জাকারিয়া ইসলাম বাবু, মোঃ আরিফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলম সেখ,আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.