আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে।
বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনির্মিত করণ ও শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগন কালোব্যাজ ধারণ করে প্রভাত ফেরী নিয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বাজার স্টেশনস্থ মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদের মুলিবাড়ীতে অবস্থিত মেরিন অব টেকনোলজিতে এক আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভাষা শহিদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ নাজমুল হক, মোঃ তৌফিকুর রহমান, মোঃ শামীম হোসেন প্রমুখ।
মহান ২১ ফেব্রুয়ারী শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অন্যান্য শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষার্থীরা।