সিরাজগঞ্জে এস.এস.সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত।
সকালের বাংলা
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৪, ১:৪১ অপরাহ্ন /
২১৪
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের এস.এস.সি-২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীকে লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। এ বৃত্তির আর্থিক সহযোগিতা অনুদান প্রদান করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রাণী সাহা তার স্বামী অরুণ কুমার সাহা (বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সচিব) স্মরণে। এর আগে অত্র বিদ্যালয়ে আরও আর্থিক সহযোগিতা করেন, উল্লাপাড়া আসনের সাবেক এমপি এম আকবর আলী।
রবিবার (১৭ মার্চ) দুপুরে ভিক্টোরিয়া হাইস্কুলের শ্রেণি কক্ষের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রাণী সাহা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভিক্টোরিয়া হাইস্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল। স্বাগত বক্তব্যে রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম এবং সঞ্চালনা করেন, শিক্ষক মোঃ রাশিদুল হাসান।
এসময়ে অনুষ্ঠানে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন, অচিন্ত কুমার মন্ডল, সানজিদা খাতুন, শিউলি খাতুন, নাজমা খাতুন, নাহিদ সুলতানা সহ অন্যান্য শিক্ষকগন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :