ঢাকাMonday , 19 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Link Copied!

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন
সোমবার (১৯মে-২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের  শহিদ কে.এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ আফছার  আলী।  উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  জেলা কমিশনার গার্লস গাইড এসোসিয়েশন সভাপতি এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।  অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক(অবসরপ্রাপ্ত) শামীম আরা লাজ । অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার পাঁচটি উপজেলার  কারিগরি ও মাদ্রাসা এবং সংযুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজারগণ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সদর এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন, ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম।
উক্ত ওরিয়েন্টেশনে   সিরাজগঞ্জ জেলার সকল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গার্লস গাইড কার্যক্রম সম্পসারণ করার  লক্ষ্যে সবাই ঐক্যমত পোষণ করেন এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।