
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায়- সিরাজগঞ্জে উপসহকারী কর্মকর্তাগণের দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন করা হয়েছে। এতে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ এবং বেলকুচি উপজেলার ৬০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মশালায় অংশ গ্রহণ করে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার (১৯ মে-২০২৫) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে দু’দিনব্যাপী কর্মশালার সমাপনী দিন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের খামারবাড়ি বগুড়া অঞ্চল বগুড়া’র অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন
এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ উপর আলোচনা করেন এবং
অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ উপর আরও আলোচনা করেন, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম।
এসময়ে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ এবং বেলকুচি উপজেলার ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় এ প্রকল্প মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের মাধ্যমে প্রদর্শনী স্থাপন, জিংক সমৃদ্ধ ধান চাষ, পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ ও ভার্মিকম্পোস্ট উৎপাদনের উপর আলোকপাত করা সহ বিভিন্ন বিষয়ে হয়।