আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪- ২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় ( অনুর্ধ্ব ১৬) বালক - বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা- ২০২৪ খ্রিঃ এর সম্পন্ন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে
বুধবার (৩০ অক্টোবর) সকাল হতে দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ২টি ক্লাব ৬টি বিদ্যালয়ের ৫৬ জন বালক এবং ৮জন বালিকাদের নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। ( অনুর্ধ্ব ১৬) বালকদের ৪(চার) টি দলে কাবাডি প্রতিযোগিতা এবং ৪(চার) টি গ্রুপে বালক ও বালিকাদের নিয়ে উক্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।
দাবা প্রতিযোগিতায় ২টি প্রথম স্থান এবং ২টিতে দ্বিতীয় স্থান হয়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ১ টিতে প্রথম, ২টিতে পাইকপাড়া উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।কাবাডি খেলায় ১৫ পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে, সিরাজগঞ্জ এবং রানার্স আপ হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। উক্ত কাবাডি ও দাবা প্রতিযোগিতা খেলা উপভোগ করার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), জনাব গনপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলাপ্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী।
কাবাডি ও দাবা প্রতিযোগিতায় সার্বিক সমন্বয়কারী হিসেবে সহযোগিতা করেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জের ক্রীড়া শিক্ষক মাহবুব আলম পিয়ার, আইসিটি শিক্ষক মোঃ শাহ আলম।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন,কলেক্টরেট স্কুল এন্ড কলেজ, (কলেজ শাখা) শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীর চর্চা), মোঃ আলমগীর হোসেন।
উক্ত কাবাডি খেলায় বিচারকের দায়িত্বে ছিলেন (১) মোঃ আবু হানিফ, রেফারী, কাবাডি, (২) মোঃ রেজাউল করিম খোকন, (৩) মোঃ মোকলেছুর রহমান,(৪)মোঃ ছানোয়ার হোসেন, শিক্ষক, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়,(৫)মোঃ রাশিদুল হাসান, ভিক্টোরিয়া হাই স্কুল।
দাবা প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান , সহকারী শিক্ষক, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়।প্রতিযোগিতায় মোট ৬৪ জন অংশগ্রহণকারী খেলোয়ারদের জার্সি এবং ফলাফল অর্জনকারীদের মাঝে ট্রফি, পুরস্কার, মেডেল ও সনদ প্রদান করা হয়। দুইটি প্রতিযোগিতা শেষে ৫ জন করে মোট ১০ জন প্রতিভাবান খেলোয়াড় সনাক্ত করা হয়। এসময়ে বিপুল সংখ্যক দর্শকেরা উপস্থিত ছিলেন।