আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পরিবেশবাদী যুব সংগঠন, গ্রীন ভয়েস’র ২০বছর পূর্তি উপলক্ষ্যে কেক কর্তন, ট্রি-শার্ট উপহার, আনন্দ র্যালি ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। গ্রীণ ভয়েস সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালি প্রদর্শন শেষে কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১২৪ নম্বর কক্ষে কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সুযোগ্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এবং সভাপতিত্ব করেন, গ্রীন ভয়েস’ সিরাজগঞ্জের সভাপতি আঞ্জারুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, গ্রীণ ভয়েস সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান।
উক্ত অনুষ্ঠানে গ্রীন ভয়েস সিরাজগঞ্জের সদস্য ইকবাল হাসান, সুমাইয়া, মনি আক্তার, সামিয়া,আল আমিন হোসাইন সহ অন্যান্যরা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজে’র শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।