আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ" স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা,"- এই প্রতিপাদ্য নিয়ে - সিরাজগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে -
সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টেরের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎপাদনশীলতার উপর একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে এজন্য উৎপাদনশীলতা অপরিহার্য
।
মানুষের চিন্তার জগত, জীবনধারা থেকে শুরু করে পণ্য উৎপাদন, সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের আগমনী বার্তা আমাদেরকে তাড়া করছে। চতুর্থ শিল্প বিপ্লবের কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তি-নির্ভর আধুনিকতা ও সংশ্লিষ্ট পরিবর্তন আত্তীকরণের মাধ্যমে জাতীয় পর্যায়ে অধিকহারে মানসম্পন্ন ও সহজলভ্য পণ্য ও সেবা উৎপাদন সম্ভব
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার, জেলা ব্র্যাকের সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মূলবিষয়বস্তু উপস্থাপন করেন, বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জের প্রকল্প পরিচালক সহকারী মহাব্যবস্থাপক জাফর বায়োজীদ।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক নিঃ মোঃ আনোয়ার হোসেন, বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জের শিল্পনগরী কর্মকর্তা শ্রী জয় প্রকাশ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার শিল্পমালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক,আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, হাটছোনগাছা মঃউঃ সংস্থা সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক শেলিনা নাজনীন ( শেলী), অংকুর দুঃস্থ নারী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক নিয়াজী সুলতানা, কারুসম্বনয় এর পরিচালক জাকিয়া সরকার, পানকৌড় এর পরিচালক তানজিলা খান তন্বী, পোষাক কালেকশন সিরাজগঞ্জের শামীমা সেতু, সুখের আলো সংস্থা সিরাজগঞ্জের কামরুন নাহার, রাফাত অটোস এর প্রোঃ মোঃ আশরাফুজ্জামান, পিডাব্লু ডি এর এসডিআই মোঃ জাহিদ হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন