সিরাজগঞ্জে পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন, ইকবাল হাসান সভাপতি


সকালের বাংলা প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন /
সিরাজগঞ্জে পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন, ইকবাল হাসান সভাপতি

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিরাজগঞ্জ পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। সদ্য গঠিত কমিটিতে মোঃ ইকবাল হাসানকে সভাপতি, মোঃ সবুর আলীকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক, মোঃ হাসেন আলীকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মোঃ জুবায়ের হোসেন জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনকে গতিশীল ও কার্যকর রাখতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি এক মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মতামত নিয়ে, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা অনুযায়ী এই আংশিক কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম জানান, সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা ছিল, এবং স্থানীয় নেতৃত্বের মধ্য থেকেই এ কমিটি গঠন করা হয়েছে।