প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ৩:৫৭ এ.এম
সিরাজগঞ্জে বিএনপি’র বিশাল সম্প্রীতি সমাবেশ চলাকালে ভেঙ্গে পড়ে মঞ্চ তারপরও সমাবেশ সম্পন্ন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশাল সম্প্রীতি সমাবেশ চলাকালে ভেঙ্গে পড়ে মঞ্চ তারও সমাবেশ সম্পন্ন হয়েছে। মঞ্চের উপর অতিরিক্ত নেতা-কর্মীরা গাদাগাদি অবস্থান করায় মঞ্চটি ভেঙ্গে পড়ে তখন রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম এর বক্তব্যে চলছিলো। এ সময়ে মঞ্চ ভাঙ্গার ফলে প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়।
তারপর অনুষ্ঠান স্থান স্বাভাবিক করে সম্প্রীতি সমাবেশে বক্তব্যে রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন গেইট এলাকায় জেলা বিএনপি’র আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম
এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ, সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু, বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল,মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,
যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসান, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদলের প্রায় শতাধিক নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন। এ
"সম্প্রীতি সমাবেশে" বিএনপির আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মীদের উপস্থিতি হন ।
জানা যায় যে, মঞ্চ ভেঙ্গে পড়ায় এতে উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রানা, নূর কায়েম সবুজ সহ তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ জেলা ও উপজেলার বিএনপি’র প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.