প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৪:০১ পি.এম
সিরাজগঞ্জে ব্র্যাকের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালনে গোলটেবিল বৈঠক

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ " অধিকার, সমতা, ক্ষমতায়ন নারীও কন্যার উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন ৮ টি কমিউনিটি
সদস্যদেরকে নিয়ে "আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিরাজগঞ্জের আয়োজনে,
রবিবার (৯মার্চ) সকাল১১টায় শহরের সদর থানা রোড়স্থ ব্র্যাক রিজিওনাল অফিস সভা কক্ষে গোলটেবিল বৈঠকে পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম এবং গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপর দিকনির্দেশনা মূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, সমাজে আমার দ্বারা অন্য কোন ক্ষতি যেন না হয়। আমাদের সকলকে খেয়াল করতে হবে। যে আপনার সন্তান কি করে কোথায় যায়, কার সাথে মেশে, কি করে এদিকে খেয়াল রাখতে হবে। সমাজে ইভটিজিং বন্ধ করতে সকলেরই দায়িত্ব রয়েছে। আমাদের নৈতিক বোধ জাগরতো করতে হবে। নারীদেরকে সু-শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাহ আলম, ব্র্যাক জিজেডি আর এম সিরাজগঞ্জ মোঃ খালেকুজ্জামান, প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ মিরাজ, নারী নেত্রী সুলতানা পারভীন প্রমুখ। এসময়ে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রজেক্টের নারী নেত্রী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটি সদস্যারা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.