আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৬১ কেজি গাঁজা , দুইটি প্রাইভেট কারসহ সহ চার মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২।
সোমবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের বেলাল হোসেনের ছেলে হুমায়ুন কবির (৪২), একই এলাকার মো. আলমের ছেলে প্রাইভেটকার চালক আলামিন (৩০), ভোলার চরফ্যাসান উপজেলার চর ফ্যাসান গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩২) ও চাঁদপুরের শাহারাস্থী উপজেলার দোইয়ারা একাতরী গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে প্রাইভেটকারের চালক ফরিদ মিয়া (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২২ ডিসেম্বর দুপুরে র্যাবের একটি দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মোড়ে ঢাকা-রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় দুইটি প্রাইভেটকারে তল্লাশি করে ৬১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার এবং প্রাইভেটকার দুইটি জব্দ করা হয়।”
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যা
ব।