আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, মোবাইল ব্যাংকি এর মাধ্যমে ভাতা গ্রহীতাদের হ্যাকারচক্র সম্পর্কে সচেতনতা ও করণীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টা সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত থেকে বক্তব্যে রাখেন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক আহমেদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার (পিবিআই) মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানের মুলপ্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান।
স্বাগত বক্তব্যে রাখেন, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ রোকুনুজ্জামান মন্ডল, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) মোঃ নূরুল হক, প্যানেলমেয়র-(৩) মোছাঃ শিখা খাতুন, কাউন্সিলর স্বপ্না হাবিব, মিরা খাতুন, তাহমিনা হোসেন মিনা, সাইফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, শহর সমাজসেবা কার্যালয়ের স্থানীয় এমপির প্রতিনিধি আফসানা মিমি সুল্কা , জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল ইসলাম মন্ডল, সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার এর উপ- তত্ত্বাবধায়ক হাসান শরীফ, সংগঠক, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন বাদশাহ প্রমুখ।
পরে দুপুর ১২ টায় শহর সমাজসেবা কার্যক্রমে নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুইদিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
এসময়ে অনুষ্ঠানে ভাতাভোগী ও ক্ষুদ্র ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন।