প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ২:১৬ এ.এম
সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ইলিশ মাছ শিকার করার দায়ে ২ জেলের কারাদণ্ড
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং অবৈধ কারেন্ট জালগুলো আগুন জ্বালিয়ে ধ্বংস করার পর ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
রবিবার (৩ নভেম্বর) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
এসময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আরমান হায়দার , সিরাজগঞ্জ জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক , জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার , সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।
মোবাইল কোর্টে আটককৃত ২ জেলেকে ২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
উক্ত অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহুরুল ইসলাম এবং নৌ-পুলিশ, সিরাজগঞ্জের এসআই মোঃ জমশেদ আলী ও তাঁর টিম।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.