আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ঢাকা থেকে নিজ বাসা উল্লাপাড়ায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার কাছে কয়েকটি গাড়ি হঠাৎ ব্রেক করলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরগামী একটি প্রাইভেট মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনার সময় গাড়িতে রফিকুল ইসলাম খানের সঙ্গে তার ভাই গোলাম মোস্তফা খান ও ব্যক্তিগত সহকারী (পিএস) বুলবুল আহমেদও ছিলেন। এই তথ্য নিশ্চিত করেন রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারি বুলবুল আহমেদ।
এ দুর্ঘটনায় রফিকুল ইসলাম খানের ডান পায়ে আঘাত লাগে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি অন্য একটি গাড়িতে করে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বর্তমানে তার গাড়িটি যমুনা সেতু পশ্চিম থানায় রয়েছে।
এ বিষয়ে যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও স
ম্ভব হয়নি।